Saturday, February 1, 2020

ঋতূ পরিবর্তন

ঋতূ পরিবর্তন
... ঋষি

চেয়ে দেখ চলন্তিকা
শীত শুয়ে আছে শেষ রাত্রে সকালের খোঁজে ,
উষ্ণতা আর উষ্ণ দিন।

চেয়ে দেখ চলন্তিকা
এইবার বোধহয় তুমুল গরম ,নাভিশ্বাস ,নোনতা জল
নাক বেয়ে ,কপাল বেয়ে
তোর আবার শরীর স্ট্রিং করে
প্রতিদিন দরকার রুমাল ,বডি  স্প্রে আর এসি রুম।

বুঝলি চলন্তিকা আমাদের তো ঘর ছিল না কোনোদিন
আমাদের তো কাগজের নৌকো আর ঘর ছাড়ার গান ,
মাঝি নৌকো।
শুধু রবীন্দ্রসংগীত কিংবা হিট  সব বাউল তোর গলায়
মঞ্চ মাতছে ,
এইবার চাই আমি তুই আবৃত্তি কর।
সময়ের সাথে সঙ্গম ,চালাঘরে রাখা সাজানো হাঁড়ি কুঁড়ি আর স্বপ্ন
আমার কান্না পেলে সাদা পাতায় কাব্য
তোর ঠোঁটে আঁকা বোধি বৃক্ষ
তোর দাঁতে নখে বক ফুলের বুক চিঁড়ে উঠে আসা যত্ন।

অনেক দূরে আমরা দুজন
সময় আর সফরের ম্যাপে সময় জড়ানো দুটি মানুষ।
অথচ আমরা কাছাকাছি
ছায়ামানুষ।
ভালোবাসা এখন সমুদ্র ,দূরে দাঁড়িয়ে নগ্ন ঈশ্বর
সময় পরিবর্তনে ,
ঋতূ পরিবর্তনে। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...