Saturday, February 1, 2020

ভ্রমণ কাহিনী


ভ্রমণ কাহিনী
... ঋষি

পথ তো থেকেই যাই
দিন, প্রতিদিন ,মানুষের রাত্রি ,সকাল ,মানুষের বেঁচে থাকা
সবটাই পথ ,এটাই সত্যি।
জংশনে গাড়ি এসে থামলো ,একটা নাম ফলকে
আরো এগোচ্ছি
আরেকটা জংশন ,আরেকটা নাম
শুধু সময়ের শাসন
তাই বলে তো পথ মিথ্যা নয়।
.
আসলে এই পৃথিবীতে সত্যি বলে সত্যি কি কিছু হয়
এই যে তুমি ,এই যে আমি
এই যে আমরা
সবটাই পথ ,শুধু হাঁটতে থাকা ,সুধী বাঁচতে থাকা।
বদলানো ঘড়ির কাঁটা  .কান পেতে শোনো
কি শুনছো
ন্যানো সেকেন্ড ,সেকেন্ড ,মিনিট ,ঘন্টা ,দিন ,প্রতিদিন
শুধু পথ ,আমরা পথিক।
.
আমরা শুধু চলতে থাকি
এইভাবে প্রতি বাঁকে ,হাজারো সময়ের ফাঁকে মুহূর্তদের ভিড়
ভিড় স্মৃতিদের।
আমরা শুধু এগোতে থাকি
প্রত্যাশার বাঁচা বুকের ছড়িয়ে ,দিকশূন্যপুরের গভীরে
আমাদের যাত্রা।
অধিকাংশ জানা নেই ঠিকানা ,জানা নেই গন্তব্য
তবু যদি তোর মতো ছোট করে ভাবি
কয়েক ঘন্টা ,আজকের দিন ,কালকের দিন
তারপর হয়তো কখনো জীবন।
পথ আর পথিকের মাঝে মহাশূন্য বরাবর সময়ের আঁতুরঘর
জন্ম দিচ্ছে ভ্রমণ কাহিনী
আর আমরা যাত্রী। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...