সালোকসংশ্লেষ
.... ঋষি
তুমি বর্তমানে ফিরে এসো চলন্তিকা
তোমার অতীতে আজ ছায়া রঙের কুয়াশা ঘেরা বিলম্বিত ড্রইংরুম।
তোমার মনের দেওয়াল জুড়ে
ক্রমশ গুটি গুটি পা টানেল পেরিয়ে হঠাৎ ওঠা রোদ্দুর ,
কফিগন্ধ আর হৃদয়ের দেওয়ালে ফুটে ওঠা বিষাদ
অনুতাপ ঘিরে ঘুমোতো চাওয়া কিশোর সকালের গভীর ঘুমে।
.
বিকেলের আলো যত নিভে যায়
চলন্তিকা তুমি ডুবে যাওয়া কৃষ্ণগর্ভ আরো অতীতে ,
বুঝতে পারি আমি ঠিক
তোমার ছলছল চোখে হঠাৎ ডুবে যাওয়া অন্তর্দহন।
তোমার অতীত এসেছিল আজ আমার মুখোমুখি বারান্দায়
আমার সময় থেকে আকাশ দেখা যায়।
.
এসো, আমরা দুজন একজোড়া কাগজের পাখি বানাই ,
ওরা আকাশে উড়ে যাক
ছোট ছোট অতীতের কৃপণতার মতো ,
ওরা উড়ে যাক অন্য শহরে।
ছোট ছোট বাকুম বাকুম ,ছোট ছোট ঘর
শুকনো চা—তুমি আর আমি—সিগারেটের ধোঁয়া।
অতীতের ভুলগুলো অন্ধকার দেওয়ালে ভূতের মতো নাচছে
যেহেতু, সুন্দর দিনগুলোর কোনো সময় হয় না,
যেহেতু, ভালোবাসার কোনো সমাধান হয় না।
কোত্থেকে শুরু করেছি—বলতে পারো?
বায়ু কিভাবে সচল রাখে শরীর
শামুকের ধীর গতি—ছন্দ।
.
কিভাবে হয় আমাদের সালোকসংশ্লেষণ
অতীতের ছায়া ঢাকা কুয়াশা ।
No comments:
Post a Comment