Sunday, February 9, 2020

আর বাকিসব


আর বাকিসব
... ঋষি

একটা কবিতা চাই
নিজের মৃত্যুর আগুনে পুড়িয়ে যাতে শুদ্ধ হওয়া যায়।
একটা না পোড়া সিগারেট
আমার ঠোঁট পোড়াক আজন্ম  নিকোটিন আগুনে।
কিছুটা সময় জ্বালিয়ে
যদি কিছুটা বাঁচা সম্ভব যদি হয়  অহল্যার স্বপ্ন বুকে ,
তোর ঠোঁটে স্বপ্ন বুনুক চাতকের বাঁচা।
.
একজন নারী চাই ,ঠিক মাটি লেপে তৈরী তোর মতো
যার সময় আমার হোক ,
কোনো এক অদ্ভুত গ্রহে তাকে বন্ধক রেখে
যাতে একটা সভ্যতা তৈরী করা যায়।
মৃত সুখে
মৃত বুকে ,
শুধু লেগে থাক সময়ের কথা।
এমন এক স্বপ্ন আসুক যা দৃশ্যমান নয়
শুধু মাত্র বাস্তব ,
যা কোনো রাত্রি নয় ,সকালের সূর্যে প্রথম দেখা ঈশ্বরের স্তব
আর বাকিসব
শুধু ব্রাত্য।
.
এ সব জোটেনি এখনো
শুধু সকাল থেকে রাত্রি সময়ের ক্ষরণে গড়িয়ে নামা ব্যস্ত কোলাহল ,
রাস্তার যানজট ,অফিসের ডেস্কটপ ,নিয়মিত ফোন কলস
তারপর একটা দিনের ফুরিয়ে যাওয়া।
আমি ক্রমশ তোর সাথে সঙ্গমে এবং সময়ের সফরে মিশিয়ে
নিজেকে ঈশ্বর তৈরী করছি
তৈরী করছি নিজেকে শয়তান  ,
সময় খুঁজছে বাঁচা
ভক্তের কাছে ভগবান ।   

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...