সম্পর্ক
.... ঋষি
আজ প্রায় অনেকদিন ,প্রায় পনেরো সতেরো বছর প্রায়
ওরা হাঁটছে।
ওরা দুজন হাঁটছে শীতের কুয়াশার ভিতর
ওরা হেঁটে এসেছে তুমুল বৃষ্টির মাঝখান দিয়ে
সময়ের ভিতর ,
ক্রমশ ক্লান্ত পড়া দুজন
হাঁটছে।
.
পাশাপাশি ,
দূরে কোথাও বিশাল সবুজ মাঠের ভিতর গভীর কুয়াশা ,
প্রচন্ড বৃষ্টি ,
পায়ের গাংচিল আজ আকাশের পথে দিকশূন্যহীন
পুরোনো জুতোটা দুজনের পায়ে ক্রমশ অসম মাপের ।
ভালোবাসা থামতে শেখায় না কখনো মানুষকে
শুধু নিজে থেমে যায়
গভীর কুয়াশায় দ্বন্দ্ব বাড়ে
দুটো মানুষ পাশাপাশি কখন যেন পাথর হয়ে থেকে যায়।
.
আজ প্রায় অনেকদিন ,প্রায় পনেরো ,সতেরো বছর
দুটো মানুষ হেঁটে চলেছে ,
শীতের কুয়াশার ভিতর
হেঁটে চলেছে তারা তুমুল বৃষ্টির মাঝখান দিয়ে,
ওদের চামড়ায় লেগে সময়ের স্পর্শ
ওদের সময়ে লেগে সম্পর্কের নাম।
পাশাপাশি থাকতে হয়
পাশা পাশি থাকে তাই ওরা ,
থাকে অদ্ভুত আঁকিবুঁকি ওদের মাঝে সম্পর্ক নামের ক্যানভাসে।
অদ্ভুত এক কুয়াশার ভিতর দিয়ে ওরা হাঁটতে থাকে
দুজনেই আলাদা বৃষ্টিতে ভিজতে ইহাকে
দূরে আবছা পথটা ওদের অজানা।
ভ্যান গগ কিংবা পিকাসো এই ক্যানভাসে ছোঁয়াতে পারে নি রঙ
কারণ ভালোবাসা শব্দটা ঘর ছাড়া হলে
রং বেরঙিন চিরকাল।
No comments:
Post a Comment