ঈশ্বর ও মুক্তি
... ঋষি
তুমি কাল রাতে মাথা রাখো নি তোমার স্বামীর বুকে
তুমি কাল রাতে ঘুমোও নি কারণ জানি না
ঈশ্বর জানেন
ঈশ্বর কে ?
সময়ের চারদেয়ালে দীর্ঘ চলতে থাকা সেলাই মেশিন
সেই সেলাইমেশিনে নিচে শুয়ে থাকা সময়
না শুধু যন্ত্রনা।
.
কেন লিখছি এমন
তোমাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো তোমার স্বামী
বুকে হাত রাখলো ,
কি হলো ?
সময়ের স্কেলে যন্ত্রনা মাপা যায় না
কিন্তু যন্ত্রণার দেওয়ালে কি আশ্চর্য
সময় মুখ ভেংচায়।
.
চলন্তিকা তুমি,
তোমার দুকামরার সংসার ,বারান্দায় ওয়াশিং মেশিন ,
তবু আমি শুনতে পাই ওয়াশিং মেশিনের চলছে
তোমার মুক্তিগুলো ওয়াশিংমেশিনে ধুয়ে ক্রমশ আরো পরিষ্কার।
তোমার চলার পথে দুঃখগুলো তোমার একার
শুধু আমি বুঝতে পারি তুমিও কাঁদো
যেমন কাঁদেন ঈশ্বর।
ঈশ্বর কে ?
সময়ের যন্ত্রনায় অন্ধকার রাতে যখন শহর তোমাকে জড়ায়
তুমি জেগে ,তোমার চোখে স্বপ্ন
হয়তো গড়িয়ে নামা দু ,এক ফোঁটা তার আমার বারান্দায়
.... মুক্তি।
No comments:
Post a Comment