Thursday, February 20, 2020

অনুরণন


অনুরণন
.... ঋষি

.
চোখের অপেক্ষা  এসে দাঁড়ায় দরজায় ,
ভাবনাগুলো ভেজানো থাকে জানলার কপাটে  গৃহস্থের সংসারে।
ঘুম তো মাতাল স্বামী
অনেক রাত করে ঘরে ফেরে, ভোর হলে
পালিয়ে যায় সময়ের দরজা খুলে।
.

.
কু-ঝিক কু-ঝিক ঝিক ঘুম আসবে ট্রেনের মতন
ট্রেনের কামড়ার দুলুনিতে।
সকলে এক সময় ঘুমিয়ে পড়ে ,শুধু শুনশান শ্মশান
দূর থেকে শুনতে পাই
জাগতে রহো
সকালের শেষ স্টেশনে ঘুম থেমে যায়।
.

.
জামার বোতাম ছিঁড়ে গেছে
সুতোয় সাজানো সভ্যতা এইবার নগ্ন হলো বলে ,
বেঁফাস উচ্চারণ সময়ের " মুক্তি চায় "
তারপরে বোতামঘরে নারী শুধু আঁকড়ে ধরে বুক
শুধু হস্তান্তরিত অধিকার
অমরত্বের সুখ।
.

.
না,দুঃখ করছি না তোমার উচ্চতায় মুখ গুঁজে
হারিয়ে গেছে আকাশের চাঁদ হাইওয়ে ধরে।
নারীটি পাহাড় হলে
পুরুষ সভ্যতায় সাজিয়ে দেয় ঝর্ণার জল ,
নারী নদী হয়ে জন্মায়
বদলায় সময় ক্রমশ মোহিত নীরবতায়।
.

.
ক্রমশ অশ্রুহীন ,অস্ত্রহীন কবি
শুয়ে দেখে আকাশের চাঁদ অন্ধকার অমাবশ্যায়।
কবি সভ্যতা তৈরী করে
না হলে মানুষের প্রেম ফুরিয়ে যাবে সময় থেকে ,
তাই যুগে যুগে কবি প্রকৃতি লেখে
মিলিত মানুষ এক ছাদের ঘরে।
.

.
প্রিয় অভ্যেস চলন্তিকাকে স্পর্শ করে
যেন নদীরে প্রতি মুহূর্তে জন্ম লেখা থাকে তুমি হাসলে
আর তোমার অভিমানে পৃথিবী ফুরিয়ে যায়
কবিতা ফুরোয়
চুপচাপ মৃত্যু আসে
চেনা অভ্যেসে তোমার পায়ের ছাপ আমার বুকে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...