Saturday, February 22, 2020

চল মেয়ে

চল মেয়ে
... ঋষি

চল মেয়ে জলকে নামি
আমাদের শুধুই  নক্ষত্র আকাশ আর  অন্ধকার আকাশে চান।
জীবন মানে অনন্ত পথ আর পথিকের শুধু যন্ত্রনা
চল মেয়ে জলকে নামি ,
তোর শরীরে পুরুষ আর সময়ের ঘ্রান।
.
চল মেয়ে এইবার একটু আগুনে পুড়ি
উপাসনা আর গোঙানির তফাৎ খুঁজি শহর জুড়ে।
শহর মানে  মানুষ আর সময়ের ভীড়
চল মেয়ে এইবার  আগুনে  পুড়ি
তোর সময়ে উপসনা মানে নিয়মিত গৃহস্থালি অভ্যাস জুড়ে।
.
শোন আমি দহন জাত ছাই
আমি তোর গোপন আকাশে নিজেকে খুঁজে পাই।
আকাশ মানে বিশ্বাসে লেখা সময়ের সুখ
আমার অসুখ
শোন মেয়ে তোকে ভালোবাসতে আমি ভীড়ে হারিয়ে যাই।
.
চল মেয়ে এইবার শুয়ে পড়ি
নারী আর নাবিক শুধু সমুদ্রের স্রোতে ভাসা।
সমুদ্র মানে গভীর শব্দ ,অভ্যেসে রাখা ঢেউ
চল মেয়ে এইবার জড়িয়ে ধরি
আগুন ,শহর ,সমুদ্র ,ভালোবাসা।
.
চল মেয়ে তবে ছায়াপথ ঘুরি
সেরে নি চল  অপূর্ণ মৈথুন আলোকিত সময়ের রেশ।
সময় মানে পুরোনো অভ্যাস
চল মেয়ে তবে অন্ধকারে ঘুরি
মধুবংশীর গলি আর খাঁচায় জীবন শুনতে লাগে বেশ।  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...