Wednesday, February 26, 2020

মৃত্যুর ফটোফ্রেম

মৃত্যুর ফটোফ্রেম
.. ঋষি

প্রতিটা মৃত্যুতে স্নেহ জড়ানো থাকে
স্নেহ পিতা,মাতা,সন্তান কিংবা স্মৃতির অধিকার।
প্রতিটা মৃত্যু  সময় ভেদে একলা থাকার ইতিহাস
শুধু থমকানো সময়ের কাছে মৃত ফটোফ্রেমের অবকাশ।
.
মৃত্যুর কোন দেশ হয় না
মৃত্যুর পরিচয় মানুষের পৃথিবীর কাছে শুধু হারিয়ে যাওয়া।
মৃত্যু নিজের কাছে নিজেই একলা
সেখানে হারানো পৃথিবীতে একটা প্রশ্ন থাকে
সব শেষ, এইবার?
.
কাঁদছে যারা নিতান্ত আপন
আমি, তুমি, আমরা সেখানে সব অন্যজন।
পুড়ে চলা  কটু চামড়ার গন্ধ
অগরু, আতরের সাথে মানুষ লুকোয় পরিচয়,লজ্জা আর
শেষটুকুতেও মানুষ সামাজিক সাজতে চায়।
.
মৃত্যু শুধু তোমার, আমার নয়
মৃত্যু নিজেই একটা পরিচয় প্রতিটা মানুষের কাছে।
সময় সেখানে মুল্যহীন
স্মৃতির ফটোফ্রেম  একটা অধিকার হয়ে থেকে যায়।
.
.
(গত রাতে আমার এক বন্ধুর বাবা মারা গেল, তার আত্মা শান্তি পাক।) 
.. ঋষি

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...