অন্ধকার শহর
.... ঋষি
ছুঁয়ে আছি তোমাকে
যেমন শেষ সময়ে ছুঁয়ে থাকা কঙ্কালে দাফনের কয়েক হাত।
পাশে আছি তোমার
যেমন মৃত্যুর আগে লিখে রাখা আমার শেষ চিঠি।
জানি না কতটা তোমার কাছে থাকা হলো
শুধু শব্দ বোধে অন্ধকার ছুঁয়ে উড়ছে আকাশে সময়ের পতাকা।
.
কখনো দেখিনি আমি সোনালী ডানা কিরকম
শুধু পড়েছি জীবনানন্দ তোমায়।
কখনো ভাবি নি সোনালী ডানাতে বাঁচা
শুধু ব্রহ্মাণ্ডের মুঠোয় আমার মাথার করোটিতে বাঁচা লেখা আছে ,
যতদূর মৃত্যুকে সাথে নিয়ে বাঁচা যায়
শুধু রাত বারোটায় ঘড়ির কাঁটায় স্যারিডন লেখা
ঘুম ভেঙে যায় বারংবার।
কখনো দেখিনি
সোনালী ডানা কিরকম হয়?
শুধ দুঃখের ঈশ্বরের ব্যক্তিত্বের কাছে আত্মসমর্পণ।
মাঝে মাঝে ভাবি কোথায় আছি ?
শুধু জলচাপা যন্ত্রণাদের অন্ধকার আকাশে নক্ষত্র বানিয়ে জ্বালিয়ে রাখি।
খুব দূরে সদরখোলা হাসি
খুব কাছে নয় এমন দূরত্ব থেকে মাটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি।
প্রাণ নিয়ে পতঙ্গের অহংকারটুকু থাক
শহরের ছোটছোট খুপরির ভেতরে যে কারা যেন নড়াচড়া করে ,
তারপর স্পন্দন থেমে যায়।
গভীর রাতে
একটা চেনা হাত অচেনা শরীর হাঁতড়ে হৃৎপিন্ড খোঁজে
শুধু মাংসপিন্ড
ঈশ্বরের মতো ,বেঁচে থাকা মৃত তখন।
No comments:
Post a Comment