ঢেউ ব্যাখ্যান
... ঋষি
ঢেউ -১
.
তোমার শহরে মেঘ ছুঁয়ে যায় ঢেউ
আমার বুকে নোনতা হলুদ স্বেদ ,
আমার শহর ভাঙতে ব্যস্ত ঘুম
শহর আলাদা ,সময়ের মতভেদ।
.
ঢেউ -২
.
মিষ্টি সময় বৃষ্টি বলে ডাকি
ঠোঁটের ঘরে রোগ ছুঁয়ে যায় কেউ ,
যদি তোমাকে বিবাগী বলে ভাবি
কেন বলছি বুঝবে সময় সেও।
.
ঢেউ -৩
.
আসলগুলো মিথ্যে হয়ে গেছে
চোখের ঘরে সময় শুয়ে আছে ,
আমি শুধু ভাবতে থাকি মনে
সময় বলে সত্যি কি কেউ থাকে ?
.
ঢেউ -৪
.
ব্যস্ত আমি ,ব্যস্ত তুমি
বাঁচার গল্পে জীবন একটা দ্বেষ ,
স্বপ্ন ছুঁয়ে আদর আমার ঢেউ
আসল গল্প জীবনের বিদ্বেষ।
.
ঢেউ -৫
.
এখন আমি ভাবতে পারি মনে
ঢেউয়ের পরে ঢেউ ছুঁয়ে যায় কেউ ,
আসল গুলো মিথ্যে করে রাখি
মিথ্যে জীবন সত্যি জানে সেও।
.
ঢেউ -৬
.
এসব কথা বললে পরে জানি
নিন্দুকেরা সবজান্তা সব।
সমুদ্রটা একলা যত্নে রাখি
বুকের খাঁজে বাঁচার কলরব।
.
No comments:
Post a Comment