Thursday, February 20, 2020

মরতে চাই


মরতে চাই
... ঋষি

খবরটা ছড়িয়ে পড়েছে কফি হাউস টু কামারপুকুর
আসানসোল থেকে শান্তিনিকেতন
মানুষের নির্বাসন থেকে অনন্ত বাঁচার স্পৃহাটুকুতে।
অনেকে হারিয়ে ফেলেছে জুতো
অনেকে অবাক হয়ে ভেবেছে এমনও সম্ভব
অনেকে আবার মাঝরাতে আঁতকে উঠেছে নষ্ট স্বপ্ন ভেবে।

পুরো কলকাতা কেঁপে উঠছে
পুলিশ পাড়ায় ঘুম চলে গেছে ,
অনেক হারামি আবার টয়লেটে বসে খুলে ফেলেছে সুখের স্বর্গ
অনেক প্রতিবাদ রাস্তায় ধর্নায় ঘুমিয়ে পড়েছে
কবিরা ফেসবুক ভরিয়ে ফেলেছে কবিতায়
চিন্তায় পড়েছেন ঈশ্বর।

আমার বন্ধু মহলে কিংবা চায়ের দোকানে চায়ের ঠোঁটে
একটাই খবর
এমনকি খবরের পাতা জুড়ে ছিঃ ছিঃ।
এমনও  হয়
একটা মেয়ে সিঁদুরের স্বপ্নে এমন করে পুড়ে যায়।
আমি সেই সিঁদুরের স্বপ্নের গল্প লিখছি
হাড় হিম  করা রোমান্সে যে  মেয়েটা নিজেকে নদী ভেবেছিল
সে হাত ধরেছিল নদীর ধরে একটা গাছের।
সেই মেয়েটা আজ আর নেই , চুপ করে গেছে অনেকদিন
শুধু তার শেষ দিনে তার মুখে শুনেছিলাম
ভালোবাসা ,সংসার মিথ্যে সব ,
আর
মরতে চাই। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...