Thursday, February 20, 2020

আজকের সময়



আজকের সময়
.... ঋষি

ভাবো যদি পৃথিবীর সকল মানুষের চেহারাগুলো একরকম হয়
ভাবো যদি পৃথিবীর সব মানুষের ঠিকানাগুলো এক হয়ে যায়
ভাবো তোমার মা ,বাবা ,প্রেমিক ,তুমি সকলে একইরকম দেখতে
তবে কেমন হতো
পৃথিবীর সমস্ত ক্রাইসিস শেষ।
.
ভাবো পৃথিবীর সব মানুষের ধর্ম একই
ভাবো পৃথিবীর সব নদী ,পাহাড় ,পাখি সব একই রকম
ভাবো পৃথিবীতে সব আইডেন্টিটিগুলো শুধু  লিঙ্গভেদে আলাদা
কিন্তু একই দেখতে ,
তবে পৃথিবীর একটা বড়ো ক্রাইসিস মিটে যেত। 
আমরা তখন সকলেই রাজা ,
র্ববিবাবুর সেই বিখ্যাত গানটা " আমরা সবাই রাজা " সত্যি তখন।
.
কেউ আর কারো চেয়ে বেশি সুন্দর থাকবে না, কমও নয়
কোনো সুন্দর ,অসুন্দরের কম্পিটিশন নেই ,
তখন আয়নাকে বদলাতে হবে
মানুষের মতো আয়নারও বদল জরুরী তখন।
ব্যাপারটা সাংঘাতিক রকমের বোকাবোকা কল্পনার হলেও
এই পৃথিবীতে জরুরী
এইভাবে  ঈশ্বরের অনেক ভুলের মধ্যে অন্তত একটির সংশোধন হবে।
দেখবেন যেভাবে বছর বছর ব্যবসায়ীরা  একই ট্রেন্ড ধরে ব্যবসা করে
যাতে মার্কেটে একটা সমবস্থা বজায় থাকে
ঠিক তেমন।
ঈশ্বরও  যদি ব্যবসায়ীদের ভাবনা ভাবতে পারতেন
তবে এমন একটা  গোঁজামিল দেওয়া পৃথিবী বানাতেন না  .
.
পুনশ্চ :অতীত কখনো  ভবিষ্যৎ এর কাছ থেকে সুবুদ্ধি নেয় নি
              তার প্রমান আজকের মানুষ আর পৃথিবী। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...