Sunday, February 16, 2020

চুপকথা




চুপকথা
.....ঋষি
হঠাৎ মৃদুমন্দ বাতাসে মনকেমন
চুপকথা।
তাকিয়ে আছি সময়ের দিকে, তাকিয়ে আছি মুক্তিতে
ফাগ,আবিরের ব্যাকুলতা অন্য বাঁচা,
তোর হাসি
হাসির শব্দ, মন ভালো করা সময়ের অসুখ।

তোর হাসিতে পবিত্রতা
তোর হাসিতে ফুলের ফুল্লোর,চুপকথা,
আমি কি পাগল হয়ে যাবো ?
বুনোফুল আর প্রাচীন আদর আমাকে একলা করছে আরো।
দুরে দাঁড়নো পাহাড়ি  ঢেউ আমাকে মুক্ত করছে
গড়িয়ে নামা সন্ধ্যে।

আকাশে ওই পরিযায়ী ঠিকানা
ঘরে ফেরার ভিড়, নিজের ভিতর চুপকথা।
উজ্জ্বল কোন দিন, ফ্যাস ফ্যাসে মনখারাপ,মেঘলা আকাশ
দুর থেকে তোর হাসির শব্দ,
বদলে দিচ্ছে দিন নিজের ভিত, সকালের ঘুম।
ঘুম ভাঙছে না,ঘুম ভাঙতে চাইছে না
দুরে কোথাও তোর হাসির শব্দে সারা সময় জুড়ে তুবড়ি
কত আলো।
 উন্মাদ পাঠশালা, সমস্ত মহাবিশ্ব জুড়ে তালা বন্ধ
কিছু শুনতে পাচ্ছি না
কিছু দেখতে পাচ্ছি না
নিসর্গ  সময়, ফুল, নদী আকাশের গায়ে লেপ্টে তোর হাসিমুখ। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...