Thursday, February 20, 2020

যোগাযোগ


যোগাযোগ
... ঋষি

সব তো আছে ,
ট্রেন বাস এরোপ্লেন ,চিঠিডাকঘর,ইমেইল,মুঠোফোন,রেডিও,টেলিভিশনে
তবুও।
দুনিয়া করলে মুঠঠিমে শ্লোগান চড়ে আমাদের ছুটোছুটি
তবুও
এতদূরে ।
.
হাইটেক সময়
এম্বুলেন্স , হুইসেল সাইরেন জ্বলে উঠছে বেজে উঠছে
তবুও
মৃত্যু চোখে দেখাচ্ছে ভবিষ্যৎকে।
রাস্তায় রাস্তায় চেকপোস্ট ট্রাফিক,জেব্রাক্রসিং
লাল ,সবুজ ,গোলাপি
তবুও
তোমার খোলা আকাশে  নিঃসঙ্গতা জমাট বাঁধছে।
.
ব্যস্ত ইঁদুর দৌড়
ইঁদুর দৌড়োচ্ছে সময় নামক জঙ্গলে সময়ের মুখের থেকে দূরে
তবুও ,
আমাদের দূরত্বে নিয়ম বাড়ছে  ক্রমশ এগিয়ে যাওয়া প্রিয় অন্ধকারে।
কাগজের এরোপ্লেন সারা আকাশে
ধাক্কা খাচ্ছে আকাশ ছোঁয়া নিয়মের বাড়ি
আর সারি দেওয়া নিয়মমাফিক নাগরিক পথ চলায়।
.
যোগাযোগ ক্রমাগত ক্ষীণ থেকে ক্ষীণতর
তরঙ্গমাত্রায় মনের তোড়ঙ্গে বন্দি মন
তবুও ,
শুধুমাত্র মনে মনে আমাদের রোজ আসা যাওয়া সেড়ে নেওয়া।
যোগাযোগ আমাদের প্রথম প্রতিবার
হাজারো  বছর আর এতটুকু কথোপকথন ছাড়া আর কি ?
আমাদের কেন আগ্রহ এত সাজানো ভিড়ে ?

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...