Saturday, February 29, 2020

মনখারাপের এক থেকে দশ







মনখারাপের এক থেকে দশ
... ঋষি

উষ্ণতা ভাইরাল হলে
এক, দুই, তিন, মনখারাপের চিঠি তোমার উচ্চতায়।
আমি দাঁড়িয়ে থাকি তোমার বারান্দার নিচে
উপরে চোখ রাখি তোমার বাবার দেওয়া ট্রাংকে রাখা
তোমার স্বামী,তোমার সন্তানের পুরনো সোয়েটার,
তবু তোমায় আমি খুঁজে পাই চোখের উচ্চতায়।

 আসলে অনুভুবগুলো ভাইরাল হলে
তিন, চার, পাঁচ, দরজা আর জানলা বন্ধ অন্ধকার ঘর।
গাছেদের শুকনো শীতের কাছে ফুরিয়ে যাওয়া নষ্ট কাব্য
মুঠোফোনের স্ক্রিনে তোমার দিকে তাকিয়ে আজকাল ভয় করে
ভালোবাসার খসে পড়া আঁচল
আমাদের মন্দবাসায় যদি তোমার সংসার হয়ে যায়।

সমুদ্র চুরির গল্প থেকে যদি সেই মাঝি মাঝ মসনদে সমুদ্রে হারায়
ছয়,সাত,আট, তোমার আগুন ঠোঁটে সময় উধাও,
সমুদ্রের মাঝে আমাদের ঘর
ভীষন জল, ঝড়।
তারপর,
ভালোবাসা ভাইরাল হয়ে গেলে
স্মৃতির থেকে সমুদ্রের জলে শহর আঁকড়ে  মরি
তোমার কাছে রোজ হারি আমি সময়ের সাজানো ঘড়ি।

মনখারাপের ঘর
শুধু মাত্র দশ,,মানুষ সময়ের বশ।
নিয়ম করে খবর নিয়ো, জেনো আমি বেঁচে আছি।
আর তারপর
ভালোবাসা নিয়ম হয়ে গেলে কথা ফুরিয়ে যায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...