Sunday, February 9, 2020

কাঁচের মানুষ


কাঁচের মানুষ
.... ঋষি

নিজের কাছে হেরে যাওয়া সম্ভাবনাকে স্বাগত
স্বাগত অধিকার নিজের আয়নায় দাঁড়ানো মানুষটাকে চেনা ,
অচেনা মনে হয় তোমার।
.
চোখের সামনে নিজের টুকরো টুকরো ভাঙা স্মৃতি ,
মানচিত্র ভেঙে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দশজন প্রেমিকের ঠোঁটের  হাসি  ,
শুধু মাত্র আলোড়নের প্রকাশ নয়
হতেও পারে মৃত্যুর।
নেশাগ্রস্থ বিউগল ,গভীর রাতে লাস্যময়ী নারী নক্ষত্রদের কনসার্ট
অন্ধকার রাত ,
নেশার রাতে ভিজে ওঠা দহনযোগ্য যোগ্যতা
শুধু মাত্র ভালোবাসার নামান্তর নয় ,নিজেকে পোড়ানোরও।
.
চতুর্দিকে সময়ের হেরে যাওয়ার উৎসব
মানুষগুলো সময়ের কাছে হেরে চলেছে সাক্ষী মুখের চটকানো হাসিতে।
আমার শুকিয়ে যাওয়া শীতে প্রেম শুকনো পাতার শহরে রোগগ্রস্ত
তুমি জানো কারণ ,
ডাস্ট এলার্জিতে ভুগতে থাকা সময়ের কাশি।
শেষের কয়েকশো দশকে সভ্যতা যেভাবে পুড়ে চলেছে  মানুষের ভিতর
মানুষ সাক্ষী
কাছের মানুষ আর কাঁচের মানুষ।
দুটোই ভেঙে নিজের ভাঙা কাঁচে দেখা সময়ের মুখ
একটা সম্ভবনার দত্তক
মানুষ সময়ের মতো ফুরিয়ে চলেছে।
প্রমান আছে
মানুষ হারছে সময়ের কাছে সময়ের সম্ভাবনায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...