বাংলা ভাষা
... ঋষি
সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর
মনে পড়ছে
চিনতে পারছেন
নামগুলো আর মুখগুলো চেনা চেনা তাই না।
নাকি রোজকার বাজার দোকান ,আর সময় বিক্রির কারখানায়
এরাও আজ পণ্য।
.
১৯৫২ সাল তাইনা
মনে পড়ছে কারো কারো বোধহয় ,রক্তে ভেসে যাওয়া কিছু ছাত্রের মুখ ,
কি চেয়েছিল তারা ?
একটা ভাষা আর সেই ভাষায় একটা সভ্যতা গড়তে।
কি চেয়েছিল তারা বলতে ?
বাঙলা শুধু একটা ভাষা না ,একটা গর্ব বাঙালির
একটা সাক্ষী একটা সংস্কৃতির ,
তারা বলতে চেয়েছিল বাংলা।
.
আর আমরা ?
আর আমরা ?
কি ভাবছো ?বুঝতে পারছেন ?
ঠিক কোথায় দাঁড়িয়ে ?
কিসের উদযাপন আজ ? কেন উদযাপন ?
আজ আমরা ক্রমাগত সাক্ষী একটা ভাষা ফুরিয়ে যাওয়ার
আজ আমরা ক্রমাগত পরিচর্যায় বিদেশী সভ্যতার ।
বিদেশী চশমা চোখে লাগিয়ে আমরা পালিত করছি একটা উদযাপন
একটা দিন ,
আসলে আমরা অন্ধ হয়ে সাক্ষী থাকছি একটা ফুরিয়ে যাওয়া ভবিষ্যতের ভাষার।
কে করবে আগামীর প্রতিবাদ ?
কে দেবে রক্ত ?
কবে আবার কে ? কোনো লজ্জা ছাড়া গাইবে
" বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ " ।
... ঋষি
সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর
মনে পড়ছে
চিনতে পারছেন
নামগুলো আর মুখগুলো চেনা চেনা তাই না।
নাকি রোজকার বাজার দোকান ,আর সময় বিক্রির কারখানায়
এরাও আজ পণ্য।
.
১৯৫২ সাল তাইনা
মনে পড়ছে কারো কারো বোধহয় ,রক্তে ভেসে যাওয়া কিছু ছাত্রের মুখ ,
কি চেয়েছিল তারা ?
একটা ভাষা আর সেই ভাষায় একটা সভ্যতা গড়তে।
কি চেয়েছিল তারা বলতে ?
বাঙলা শুধু একটা ভাষা না ,একটা গর্ব বাঙালির
একটা সাক্ষী একটা সংস্কৃতির ,
তারা বলতে চেয়েছিল বাংলা।
.
আর আমরা ?
আর আমরা ?
কি ভাবছো ?বুঝতে পারছেন ?
ঠিক কোথায় দাঁড়িয়ে ?
কিসের উদযাপন আজ ? কেন উদযাপন ?
আজ আমরা ক্রমাগত সাক্ষী একটা ভাষা ফুরিয়ে যাওয়ার
আজ আমরা ক্রমাগত পরিচর্যায় বিদেশী সভ্যতার ।
বিদেশী চশমা চোখে লাগিয়ে আমরা পালিত করছি একটা উদযাপন
একটা দিন ,
আসলে আমরা অন্ধ হয়ে সাক্ষী থাকছি একটা ফুরিয়ে যাওয়া ভবিষ্যতের ভাষার।
কে করবে আগামীর প্রতিবাদ ?
কে দেবে রক্ত ?
কবে আবার কে ? কোনো লজ্জা ছাড়া গাইবে
" বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ " ।
No comments:
Post a Comment