Saturday, February 29, 2020

নির্বাসন


নির্বাসন
.... ঋষি

নির্বাসিত ভাবনা
সোজা  খুলে দাঁড়ানো সম্পর্ককে ফাঁকে একটা অন্তরাল
দেশ ও দোহিত্র
শাস্তি এবং সংসদ।
নির্বাসিত বৈঠক শেষে সম্পর্কের মাঝে জমি
বিশ্বাস সরে যাচ্ছে নিতান্ত বেহায়ার মতো মিউজিয়ামের ঠিকানায়।
.
জমি মানে মাটি , মাটি মানে আমরা যেখানে দাঁড়িয়ে
সময় আজ শুধু নগ্নতা
নগ্নতা আজ শুধু অন্ধকারে।
অন্ধকার হাতড়ে শাস্তি পাচ্ছে দেশের বাইরে কেউ
কেউ বা দেশের মধ্যে থেকে জমি খুঁজছে।
অন্ধকার মানে সন্দেহ, মাকড়শা জাল
দুটো শরীরের মধ্যে থাকতে পারে অন্ধকার
কিন্তু মনে।
.
অন্ধকারে নগ্নতা যে পরিপূর্ণ
পরিপূর্ণতা  নগ্নতা নয় ,
সহজ পথে আলোর ঠিকানায় মানুষ সহজ অংক কষছে কঠিন করে
কঠিন করছে জীবন  আপোষ কিংবা  অভিনয়ে।
পাথরের মতো ঘর্ষণে আগুন
পাহাড়ে উঁচু নিচু খোঁচা কোথাও নিতান্ত সরল বায়ু করে যায় ,
প্রত্যেক মানুষের এমন একটা জায়গা দরকার
যেখানে সে নগ্ন হবে
যেখানে সে বলবে ভালোবাসি।
 যাকে আমরা ভালোবাসা বলি
সেই বৃত্ত ঘুরে এসে দেখি  – কী কেলেংকারি ?
পথ শেষ হয় না।
ভালোবাসা মানুষকে নির্বাসিত করে
কিংবা
ভালোবেসে মানুষ নির্বাসিত হয়ে যায়।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...