Tuesday, February 25, 2020

চলন্তিকা, আমি আর অনুভব


চলন্তিকা, আমি আর অনুভব
...ঋষি
অনুভব নিয়ে কথা হচ্ছিল চলন্তিকার সাথে
অনুভব নিজ মাত্রিক ভাবনায় সময়ের রজনীগন্ধা।
রজনীগন্ধা আমার প্রিয় ফুল
জন্ম থেকে বিবাহবার্ষিকী কিংবা মৃত্যু সাক্ষী সুগন্ধ
যেমন প্রতিটা অনুভবের আলাদা গন্ধ।

 যখন আমাদের আর দেখা হবে না
তখন অনুভব?
ইন্দনেশিয়া থেকে ভিয়েতনামে বোমা বৃষ্টি
না জানি না কি মনে হয় যখন নিজের দেশ, ফসল,মানুষ পুড়ে যায় যুদ্ধে।
কিংবা আফ্রিকার অরণ্য , মিশরের মাটিতে পা দিয়ে
কি ভাবে অবাক হয় মানুষ।

 ভ্যানগগের তুলির টান,ভাস্কোদাগামার পৃথিবী আবিস্কার
শান্তিনিকেতনে রাখা রবিঠাকুরের  কলম,শক্তি বাবুর হাতে দেশী মদ,
সেই বুলেট, সেই ট্রামলাইন,সেই কফিশপ,সেই কলেজস্ট্রীট,
সেই তুমি, আমি আর অনুভব।
পৃথিবীর সমস্ত তার সব দুম করে ছিঁড়ে গেলে,দুম করে শব্দহীন পৃথিবী
নদী আর বিশাল সমুদ্রের  জন্য অনুভব।
কত শব্দ এখনো অজানা,কত কবিতা পড়া বাকি
চাকদার যমুনা নিয়মিত শেয়ালদায় সব্জি বিক্রি করে
কত মানুষ এখনো অজানা।
সকালের ঘুম ভাঙা,তোমার মুখের হাসি চলন্তিকা
তোমার থেকে মাইলস্টোন দুরে দাড়াঁনো একা বাঁচা
সবটাই অনুভব তাই না।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...