আধিপত্য
... ঋষি
এইবার সময় হলো এগিয়ে যেতে হবে
অদ্ভুত চিতাকাঠ।
ডানহাতে ঘড়ি ,হাইহিল ,চোখে বিদেশী স্যানগ্লাস লাগিয়ে
হাঁটতে হবে দুপাশে দুই নারী।
দশটা ,পাঁচটা বিলাস ব্যাসন ,বড়বড় স্ক্যাই স্ক্যাপার
তারপর রাত্রি।
.
নিজস্ব নীল আলোর নিচে
নাইটগাউন পরে ঘুরে আসতে হবে সুইজার ল্যান্ড বিদেশী আতরে ,
নিজস্ব কামার্ত নেশায় কামড়ে ধরতে হবে ষোড়শী ভাঁড়া করা স্তন
তারপর প্রবল আক্রোশে ঢুকে যেতে নারীর জন্মস্থলে
রোজকার
সময়কার
প্রবল আধিপত্য এই সভ্যতার।
.
সকাল হবে ,চায়ের কাপে ছুঁয়ে দেখতে হবে দেশজ খবর
ঠেলে খিস্তি করতে হবে খবরের ধর্ষককে কিংবা স্যোসাল ইকোনোমিকে
এটাই বাস্তব
এটাই মানুষের আসল বাঁচা।
চলন্তিকা তুমি জানো আমি পুড়ে যায় সভ্যতার গভীরে
হরপ্পা মহেঞ্জোদড়োর দেওয়াল থেকে তোমাকে বের করে আনি
প্রাচীন শ্লোকের মতো তোমাকে উচ্চারণ
এই সময় সেকেলে।
আমাকে স্মার্ট হতে হবে
এই সময় ভুল নেই ,দোষ নেই ,অন্তর্ঘাত নেই
শুধু আছে সাজানো পাৰিজাততে নেশার মতো বুদ্ধিজীবী সম্ভার।
গুঁড়ো গুঁড়ো আবেগ নিস্তরঙ্গ ধুলো
মহাকাশে ব্ল্যাকহোলে অবলুপ্ত কোলাহল
একটা স্মার্ট রশ্মি মানুষ সেজে বসে সভ্যতায় ।
No comments:
Post a Comment