Sunday, February 16, 2020

Sunshine makes me happy

Sunshine makes me happy
........ঋষি

পৃথিবীতে ভালোবাসা লিখতে পারি নি
অদ্ভুত ডিপ্রেশন।
Sunshine on my shoulders makes me happy
Sunshine in my eyes can make me cry
হ্যালুয়েশন সময়ের বিছানায় সাড়ে ছশো কোটি ভারতবাসী
ভালোবাসি জানাতে পারি নি ,
Sunshine on the water looks so lovely
Sunshine almost always makes me high
.
ভালোবাসি বলতে পারি নি প্রিয় নারী ,প্রিয় সম্পর্ক
ভালোবাসি লিখতে পারি নি মগজে জমা ঘোর ,নেশা ,সভ্যতা 
শীত ,গ্রীষ্ম ঋতুকালীন গ্লোসাইন।
রীতিনীতি ভালোবাসা অদ্ভুত মনোস্কাম
সময়ের সাইরেন ,নাভির থেকে জন্ম যৌবন ও যৌনতা
শুধু সময়ের খেলা ,গড়িয়ে নামক শারীরিক রসায়ন।
.
ভালোবাসা লিখতে পারি নি সময়ের জরায়ু জুড়ে
নক্ষত্র বুকে আগুন ,
মুর্মুষ প্রতারিত নারীর বুকে ,ধর্ষিত সমাজের হাসিতে
বিপন্ন সন্তানহারা মায়ের ঠোঁটে কিংবা সামাজিক চারদেয়ালে নিয়মে।
ভালোবাসা লিখি নি বহুদিন সভ্যতার নগ্নতায়
অন্ধকার সেই শহরের নষ্ট রাস্তায়
সব শুধু প্রয়োজন -আয়োজন ব্যস্ততায়।
Sunshine on my shoulders makes me happy
Sunshine in my eyes can make me cry
ধর্মাবতার শুনুন
সাড়ে ছশো কোটি ভারতবাসীর হাঁড়িতে ফুঁটতে থাকা যন্ত্রনা
সাদা সেদ্ধ জীবন ,নুন আর তেল
রিফাইন না হলেও সেদ্ধ হলেও চলবে
তবে প্লিস ভাতের মুখে চোখের জল মানুষের মানায় না সময়ে ,
Sunshine on the water looks so lovely
Sunshine almost always makes me high

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...