Monday, November 4, 2019

অন্য হাওয়া (2)


অন্য হাওয়া (2)
.... ঋষি

খোলা জানলার কাছে বসে একটা মেয়ে
আনমনা আচমকা হাওয়া ছুঁয়ে চলে যাচ্ছে সময়।
পর্দা সরছে
সরছে ক্রমশ চোখের আলোর দেখায় কাটিয়ে ফেলা একটা জীবন।

জীবন শব্দটার সমাজ খুঁজেছো কখনো
জীবগুলো সব হাড়ভাঙ্গা পরিশ্রম করে খুঁজতে থাকে আশ্রয় ,
মেয়েটাও আশ্রয় খুঁজছে।
আমি খুলে ফেলেছি মেয়েটার মুখের উপর বিশাল বড় এক মানচিত্র
মানচিত্র ভেঙে নেমে আসছে নদী
পুরোনো শহর সেজে উঠছে ,ছল ছল চোখে সময় খুঁজছে ।

মাঝখানে ব্যারিকেড
জেব্রালাইন পেরিয়ে এক ছুটে চলে যাচ্ছি তোমার দিকে।
অদ্ভুত শহর ,শীত আসছে
আঙুলে আঙুল লাগিয়ে ফিরে আসছে ম্যাল্টিপ্লেক্সে ,উষ্ণ নিশ্বাস।
হেঁটে যাচ্চি  পিচের রাস্তা
আমি যেখানেই দাঁড়াচ্ছি তৈরী হচ্ছে শহর।

কলকাতা কোনদিন কল্লোলিনী হবে
তবু ভুলগুলো ভুল থেকে যায় ,দাগ টানে শীত চামড়ায় ফাটা দাগ।
পর্দা সরে
এফ এম মির্চিতে পথ চলতি সময় ডাক দেয়
তোমার প্রথম ডেডিকেটেড সং
এটা গল্প কার দেখো লিখছে কে /ভুলে অন্ধকার আলো শিখছে কে ?
পর্দা সরছে
মেয়েটা হাসছে আনমনে ,
আমার এই কবিতা রেখে যাচ্ছে আমার শহরে নিজস্ব কিছু বাঁচা
আর অন্য হাওয়া। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...