... ঋষি
তোর সেই চোখের পাতায় আমি জমে
কিংবা জমে শরীরের তিলে ,
হয়তো শিশু ,হয়তো যৌবন কিংবা বার্ধক্যে।
তোর কোলে মাথা রেখে
কাটিয়ে ফেলতে পারি একটা জন্ম অবহেলে ,
সবটাই সর্বনেশে।
সর্বনাশ
তোর জোড়া আলতো করে জড়ানো আমার ঠোঁট।
হঠাৎ লোডশেডিং
বৃষ্টির সন্ধ্যে যদি পার ,সাইকেলের ঘন্টা ,ছুঁয়ে যাওয়া উষ্ণতা
যেন শহর ছেড়ে স্বপ্নে চিরবাসী।
সর্বনাশী
পুরোনো লণ্ঠনের কাঁচে ,আবছা লেগে থাকা কুয়াশা গলে
তোর চোখ
তোর গাল
উড়তে থাকা শাড়ির আঁচল।
তোর ভ্রূ পল্লব
তোর শরীরের লুকোনো সেই আঁচিল।
হাঁ করে তাকিয়ে আছি তোর আয়নার দিকে
তোর গন্ধে
সর্বনাশে।
আমার জন্ম তোকে ছুঁয়ে থাকা হাজারো প্রেমিক শব্দের গভীরে
আজ যেন কাঁচের গুঁড়ো।
জানি হাজারো শতাব্দী ধরে
আমার হেঁটে চলা কলম তোর উষ্ণতায় ,তোর কোলে মাথা রেখে
শান্তিতে মরতে চায় ।
nice
ReplyDelete