ডেডবডি
... ঋষি
লোকটা একলা ফ্যাল ফ্যাল করে চেয়ে
চারিপাশে অসংখ্য আসা যাওয়া ,চিৎকার ,জন্ম ,মৃত্যু
তবু কেন যেন লোকটার চারপাশে শূন্য।
পথ চলতি লোক তাকে দেখে কেউ মসকরা করে ,কেউ কেউ থুথু ছেটায়
কেউ কেউ পথ চলতি ছুঁড়ে দে একটা ,আধটা পয়সা ,
লোকটা হাসে
মাঝে মাঝে চিৎকার করে কিন্তু তার কোনো মানে নেই।
লোকটার ঘুম পায় না আজ বহুদিন
মাঝে মধ্যে খিদে পায় ,
কিন্তু লোকটা বেঁচে থাকার খিদেগুলোকে তাচ্ছিল্য করে মনে মনে।
লোকটার জন্ম দিতে শখ হয় কখনো কখনো
লোকটা অবিশ্রান্ত গালাগাল দেয় ,পৃথিবী মুছতে চায়
একটা নতুন পৃথিবী গড়বে বলে।
সবকিছু ধরা পরে লোকটার চোখের বাতিঘরে
দূরে সমুদ্রের জলে অবিরত ঘটে চলা হালচাল
মাছেদের চোখ ,মাছেদের সংসার তাদের আঁশটে গন্ধ ,
পৃথিবীর মেরুশীর্ষে গলতে থাকা পাপ
সব বোঝে সে।
লোকটা একদিন গর্ভবতী হতে চায়
তাই সে ঈশ্বরের বীর্যে নিজের হৃদয়ে ফুটিয়ে দে হুল ।
তারপর গালাগাল দেয় ঈশ্বরকে
নিজের আগামী সন্তানদের সুসজ্জিত করে তোলে পৃথিবী ধ্বংস করবে বলে।
মুখোমুখি ঈশ্বর রণাঙ্গনে লোকটার মাথায় হাত রাখে
বলে কি খঁজিস তুই ?
লোকটা চিৎকার করতে থাকে ধ্বংস ,ধ্বংস।
সময় ফুরিয়ে যায়
আমার এই কবিতার শব্দে লাগে সময়,
লোকটা চোখ বন্ধ করতে থাকে
ধীরে ধীরে অন্ধকারগুলো মুছতে থাকে
পথচলতি লোক দেখে নর্দমার পাশে একটা ডেডবডি পরে।
... ঋষি
লোকটা একলা ফ্যাল ফ্যাল করে চেয়ে
চারিপাশে অসংখ্য আসা যাওয়া ,চিৎকার ,জন্ম ,মৃত্যু
তবু কেন যেন লোকটার চারপাশে শূন্য।
পথ চলতি লোক তাকে দেখে কেউ মসকরা করে ,কেউ কেউ থুথু ছেটায়
কেউ কেউ পথ চলতি ছুঁড়ে দে একটা ,আধটা পয়সা ,
লোকটা হাসে
মাঝে মাঝে চিৎকার করে কিন্তু তার কোনো মানে নেই।
লোকটার ঘুম পায় না আজ বহুদিন
মাঝে মধ্যে খিদে পায় ,
কিন্তু লোকটা বেঁচে থাকার খিদেগুলোকে তাচ্ছিল্য করে মনে মনে।
লোকটার জন্ম দিতে শখ হয় কখনো কখনো
লোকটা অবিশ্রান্ত গালাগাল দেয় ,পৃথিবী মুছতে চায়
একটা নতুন পৃথিবী গড়বে বলে।
সবকিছু ধরা পরে লোকটার চোখের বাতিঘরে
দূরে সমুদ্রের জলে অবিরত ঘটে চলা হালচাল
মাছেদের চোখ ,মাছেদের সংসার তাদের আঁশটে গন্ধ ,
পৃথিবীর মেরুশীর্ষে গলতে থাকা পাপ
সব বোঝে সে।
লোকটা একদিন গর্ভবতী হতে চায়
তাই সে ঈশ্বরের বীর্যে নিজের হৃদয়ে ফুটিয়ে দে হুল ।
তারপর গালাগাল দেয় ঈশ্বরকে
নিজের আগামী সন্তানদের সুসজ্জিত করে তোলে পৃথিবী ধ্বংস করবে বলে।
মুখোমুখি ঈশ্বর রণাঙ্গনে লোকটার মাথায় হাত রাখে
বলে কি খঁজিস তুই ?
লোকটা চিৎকার করতে থাকে ধ্বংস ,ধ্বংস।
সময় ফুরিয়ে যায়
আমার এই কবিতার শব্দে লাগে সময়,
লোকটা চোখ বন্ধ করতে থাকে
ধীরে ধীরে অন্ধকারগুলো মুছতে থাকে
পথচলতি লোক দেখে নর্দমার পাশে একটা ডেডবডি পরে।
No comments:
Post a Comment