নগ্ন
.... ঋষি
মৃত সময়কে তালপাতার মতো সারি দিয়ে দাঁড় করিয়ে
খুলে ফেলছি লাবণ্যময়ী আকাশের শাড়িটা
নগ্নতা লিখবো তাই।
মৃত নাগরিক ,মৃত নাগরিকত্ব ,ওয়াটারকালারে রঙিন সমাজ
ক্রমশ ছিঁড়তে থাকা আঁকার খাতা।
বোবা লোম
আর অনেকটা রহর্স্য।
সময় আর সমাজের মধ্যে বেসিক একটা তফাৎ আছে
যেমন আছে ভালোবাসা আর যৌনতায়
সবটাই পরিপূরক নয়।
ভালোবাসা বেশ্যা না হলে ভালোবাসা হয়ে ওঠে না
আবার শরীর ভালোবাসা না পেয়ে বেশ্যা হয়ে যায়।
সময় চিরকাল বাসরঘরে চিৎকার করতে থাকা শৈশবের চিৎকার
আর সমাজ চারদেয়ালে মুখ চাপা দিয়ে ধর্ষণে ব্যস্ত।
ব্যস্ত মানুষ সাজানো ভদ্রতায়
আরো ব্যস্ত কারণ সময় মধ্যস্থতায় বেড়ে চলা বাঁচার মেডেল চোরা সম্ভ্রমে।
আসলে ভালোবাসার কোনো ক্লাস হয় না
যেমন হয় না বাঁচার ,
ভালোবাসা আসলে স্বচ্ছ কাঁচের ওপারে দাঁড়ানো তুমি।
সমাজ আর সময় দুজন নিউজ রিপোর্টার
সাধারণ মানুষ অনুষ্ঠানের ফোটগ্রাফার ,ভাঁড়া নেওয়া বিছানা বালিশ।
সময় এখানে খবর লেখে সাতদিন
রাতদিন
নিউটাউনে ঘর ফিরতি মহিলা ধর্ষণ ,
গড়িয়ায় মাঝরাতে পাওয়া গেলো একটা শৈশবের থ্যাঁতলানো মাথা,
অমুক নামক সরকারি হসপিটালে শিশু চুরি
পরীক্ষায় ফেল করে প্রবল মানসিক কষ্টে আত্মঘাতী যুবক।
ব্রাভো
মাইন্ডব্লোয়িং
নগর নামক ক্যানভাসে লাল রঙের লোভ ,হিংসা ছড়িয়ে পড়ে
ছড়িয়ে পড়ে মানুষের ষড়রিপু ,
একটা ছবি তৈরী হয়
ছবিতে দেখা যায় নগ্ন সময় সমাজ দিয়ে মাছ ঢাকা দেয়।
No comments:
Post a Comment