সুরাজকা সাতমা ঘোড়া
..... ঋষি
সত্যের সাথে সহ্যকে মিশিয়ে তৈরী রসায়ন
সুরাজকা সাতমা ঘোড়া ছুটে চলে অবিরত ফসফরাস বুকে।
তবু অন্ধকার কাঁদে
কালো রঙের বিপ্লবের ডানায় ছন্নছাড়া নিয়ম।
ভাঙতে জানলে শূন্যতা নিয়ম ভাঙা
সত্য উলঙ্গ ,নগ্ন ,ঠিক আজকের সময়ে শরীরে রক্তাক্ত সময়ের ছাপ।
নাটকের পৃথিবী ছেড়ে
অন্ধকার বোতামঘরে লেগে থাকে তোর গভীর চুম্বন,
দিনগুলো উৎসবের জামা পরে রাস্তায় গিয়ে দাঁড়ায়।
বড়রাস্তায় সেই পাগলীটা আচমকা ঘোর ভেঙ্গে চিৎকার করে
নিজের হাওয়া ভরা পেট থাবড়ায়,
সত্যি ঠিক হওয়ার মতো তাই না।
পাগলীটার ঠোঁটের পাশ থেকে গড়িয়ে নামে লালা
তার শরীরে বেড়ে ওঠা সত্যি আচমকা পা ছুঁড়ে প্রতিবাদ করে
পাগলীটা লুটিয়ে পরে
গড়িয়ে নামা রক্ত ,পথ চলতি মানুষ একমুহূর্ত থমকে দাঁড়ায়
হঠাৎ চিৎকার থেমে যায়
সত্যিগুলো তবে কি এমনি হয়।
সত্যের সাথে সহ্য মিশিয়ে রসায়ন
সূর্যের গভীরে পুড়তে থাকা বুক ,আমার বুকে তুই।
তবু অন্ধকার কাঁদে
তবু সত্যি হাসে ,
আর মনের বুকপকেটে সত্যি লুকিয়ে থাকে
যেমন চেনা রাস্তা ,চেনা শহর আর আমরা সাজানো শব্দে।
No comments:
Post a Comment