Wednesday, November 13, 2019

জলের নিমন্ত্রণ


জলের নিমন্ত্রণ
..... ঋষি

জলের তলায় শুয়ে আছি শত সহস্র বছর
কবে নেমেছি জলে,নিমন্ত্রণ জানে
জলের নিমন্ত্রণ।

জলের ভিতর বাড়তে থাকা  শৈশব
অন্তর্বাসে ক্রমাগত ভিজে যাওয়ার শোক অনন্ত মায়ায়।
এই ভাবে ভুলে যাওয়া শোক কাল সারারাত বৃষ্টি  এলো
জলের স্রোতে আরো দূরে শুয়ে থাকা আমি
যেন শরীর।

গুঁড়ো গুঁড়ো ,তছনছ করা ধ্রপদী তাল
ক্ষমা করছি সময়
সময়ের জলে।
শুধু মঙ্গল ,মঙ্গল ,মঙ্গল
বৃষ্টির জলে।

শুধু মাছেরা আমাকে খুবলে যায় খাবার মনে করে
শুধু সময় আমাকে বাঁচতে শেখায় সময়ের স্রোতে।
সত্যি বলছি কাল সারারাত
আমার যৌবনের অনন্ত কিছু গল্প সময় লিখেছে জলে।
আমি ভেসে থেকেছি
বাঁচতে চেয়েছি ,
হাসতে হাসতে বলতে  চেয়েছি
যতই মন্দ বলুক লোকে
আমার তৃষ্ণা ,
জলের নিচে আমি ,জলের নিমন্ত্রণ। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...