Monday, November 4, 2019

অন্য গল্প

অন্য গল্প
.... ঋষি

তোমার গল্পগুলো বড্ডো বেশি মিলেমিশে
শুনেছি মানুষ নামক জীবটা চমক পছন্দ করে।
অন্ধকার ঘুপচি ,কান্না ,হারজিত
সবটাই কাল্পনিক ,অথচ সবটাই মানুষের জীবন থেকে নেওয়া
জলফড়িং।
.
আমি জানি
ঘরকুনো ইচ্ছার মতো কিছু আকাঙ্খা তোমার বুক থাপড়ে কাঁদে ,
কিছু আঁশটে গন্ধ ,কিছু অহংকার তোমার
তোমাকে বাঁচিয়ে রাখে।
.
একবার তোমার এই দুঃসাহসিক জীবন থেকে মাটিতে এসে দেখো
একটা মাটির গল্প লেখো।
দেখবে চৌরাস্তার মোড়  থেকে নেমে আসছে হলুদ আলো
আলোর বৃষ্টির মতো অনেকটা জীবন লুকিয়ে  ,
তোমার শাড়ির আঁচলে বাঁধা শান্তি
আমাদের চৌরাস্তার মোড়ে,মানুষের বুকের ভিতর
শহরের গল্প।
শুনেছি নাকি সাঁওতালদিঘির মাঠে সেই আত্মাটা আজও বিষ উগরে দেয়
সমাজের ক্ষোভের।
শুনেছি মাটি ফুঁড়ে উঠে আসে মিষ্টি জল
মানুষ দুর্বল,
তুমি মানুষের গল্প লেখো ,
লেখো জিতে যাওয়া কিছু অন্য  পৃথিবী।   

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...