Monday, November 4, 2019

একটা তুই



একটা তুই
........ ঋষি

 একটা সফর
নিজের অধিকার ,নিজের পথ ,চেনা তুই।
একটা তুই
ভাঙা আবদার ,সময়ের শাসন ,বিন্দুতে ভাগ।
.
নিরিবিলি
ছায়া পেরিয়ে অন্য কোনো শহরে বেড়ে চলা  গতিবিধি।
এগোচ্ছে শহর
জঙ্গল ঘুমিয়ে পড়ছে মৃত্যুর মাটি জুড়ে সময়ের উপদ্রব।
পিছিয়ে পড়ছে সময়
বুকের ছেচল্লিশ ইঞ্চি ছেড়ে কোনো ঘুমন্ত তিলের লোভ।
মৃদুমন্দ হাসি
তুই যেন চুইংগাম হয়ে লেগে গেছিস গভীরে।
আকাশ খুঁজছে মাটি
চিৎকার করছে না বলা ,রক্ততে ঘোড়া ছুটছে স্বপ্নে।
ধুকপুক দুর্বলতা
ধীরে ধীরে বড্ডো তুই হয়ে যাচ্ছি আমি।
.
অনেকটা পথ
সময়ের অধিকার ,বালিঘড়ি ,ছায়া ফেলছে দীর্ঘশ্বাস।
একটা তুই
দেওয়াল ভাঙছে ,উঠছে ঝড় ,চোখে মুখে বালি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...