Wednesday, November 6, 2019

শিরদাঁড়া


শিরদাঁড়া
............ ঋষি

জুড়ে যাচ্ছে সব
শহর ,শহরের রাস্তা ,বড় বড় চকচকে  শপিংমল
বিজ্ঞাপনে আজকাল তুমি হাসতে থাকো।
 দিলদরিয়া রে তোরে কিসের কথা কই.
ওরে মাঝি রে মাঝি রে কোথা ভাসলি।
.
আমার পড়ার টেবিল ,আমার একলা বালিশ ,পুরোনো ডাকটিকিট
একলা রাস্তা ,দাঁড়ানো ল্যাম্পপোস্ট।
এক দৃষ্টে তাকিয়ে থাকা দূরে বিশাল সমারোহ
মেঘের ঠোঁট ,ঠোঁটের  মেঘ ,শীত পড়ছে কলকাতায়
শীত করছে আমার ।
পুরোনো ট্রামলাইন দিয়ে হেলে দুলে আসা সময়
আমার বুকে উঠে পড়ছে
তোমার থুতনি ,তোমার চোখগুলো কেমন যেন মায়া।
সেই মেয়েটাকে খুঁজে পাচ্ছি
যে হাসতে ভালোবাসে
যে জড়িয়ে বাঁচতে ভালোবাসে ,
ভালোবাসে ভালোবাসা শব্দের শিরদাঁড়ায় সোজাসাপ্টা বলতে
যদি তোকে পাওয়া যেত
তবে হয়তো আজ অন্য আজ হতো।
.
ছিঁড়ে ফেলছি
শৈশব ,কাঠের ঘোড়া ,প্রথম সিগারেট ,প্রথম প্রেমিকার ঠোঁট।
চোখের পরশে আদর
আজকাল বেঁচে থাকায় তুমি আসতে থাকো।
অনেককিছু না বলা ,রাতজাগা চোখ ,চলন্ত ট্রেনের কামড়া
হালকা আড়মোড়া ভাঙা ঘুম ,চোখের কোনে ক্লান্তি
তবু জানো অদ্ভুত
কখন যেন বেখেয়ালে তুমি ভালোবাসতে থাকো।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...