Tuesday, November 26, 2019

লোকটা (শক্তি বাবুকে স্মরণ করে শব্দদের শ্রদ্ধার্ঘ্য )


লোকটা (শক্তি বাবুকে স্মরণ করে শব্দদের শ্রদ্ধার্ঘ্য )
.
লোকটা ধুতি পড়তেন
উদোম খিস্তি দিতেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে সমাজকে।
লোকটা কবি ছিলেন
মাঝ সন্ধ্যায় গড়ের মাঠে নেশায় লাট খেতে খেতে
হঠাৎ চিৎকার করতেন বিপ্লব,বিপ্লব করে ।
.
উনি আগুন খেতেন
উনি আগুনে পোড়াতেন নিজেকে ,পুড়িয়ে দিতেন শব্দদের
আরো শুদ্ধ করে লিখে দিতেন খোলা আকাশে।
উনি গুনতেন না ব্রোঞ্চ ,সিলভারের মেডেল
কিংবা পার্লারে গিয়ে চুল উড়িয়ে লিখতেন না প্রোফাইলে কবি।
লোকটা পুকুর থেকে তুলে আনতেন কচুরিপানা
অদ্ভুত চোখে তাকিয়ে থাকতেন সোফিয়া লোরেনের দিকে।
.
নিষিদ্ধ রেড বুক ,ঊধ্বত নারী বুকের স্পর্ধা ছাড়িয়ে
যিনি খুব অবহেলায় লিখতে পারতেন
.
" ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
.
এতো কালো মেখেছি দু হাতে
এতোকাল ধরে!
কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি। "
.
লোকটা নেশাগ্রস্থ ,বেহিসাবি অথচ কবি
যার জন্ম কবিতায়
যার শৈশব কবিতায়
যার বেঁচে থাকায় কবিতা
যার মৃত্যু শুধু কবিতার জন্য।
.
কবিকে সেলাম। .....আমার প্রিয় কবি।
.
..... ঋষি

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...