Tuesday, November 19, 2019

এইভাবেও ফিরে আসা যায়

এইভাবেও  ফিরে আসা যায়
... ঋষি

ঘুম ভাঙে তবু  রাত্রি শিওরে দাঁড়িয়ে থাকে
শেষ হয় না,
সিলিঙে দৌড়োনো ঘোড়া
শহরের গলিপথ
অন্ধ বাঁচা।

একটা দুর্যোগের রাত
শন শনে হাওয়া ,এলোপাথাড়ি বৃষ্টি ,একটা ট্রেন ছুঁটে আসে নৈঃশব্দ ছিঁড়ে।
অনেকখানি পুড়লে মেঘ জমা হয়
মেঘ পুড়লে একলা সমুদ্রে জমা হয় সফেনের ইতিকথা।
নিভে যায় মৃত্যুকাঠি ,নিভন্ত চুল্লি
মিথ্যে কাঠ
মিথ্যে অভিমান।
শত সহস্র জমতে থাকা সত্যিগুলো সময়কে মেনে নিতে হয়
ব্যস্ততা নাকি তাচ্ছিল্য।

বৃষ্টি সুখের কথা।
দুঃখের কথা স্বপ্নে জমতে থাকা তোর অজস্র হাসি।
পিছনে ফিরে আসা যায় না ,পিছোতে আর জীবন চায় না।
বৃষ্টি অস্থি ভেজায় ,ঘর পুড়লে চিত্রনাট্য
সুখের কথা ,
বৃষ্টি ধান্ধাবাজ
যখন তখন ভিজিয়ে যায় গোপনে।
মেঘের দেশে রাত বাড়লে ভালোবাসা উপোসি হয়ে ওঠে
বৃষ্টি বাড়ে
ছিন্নপত্র ,এক কারসাজি
তোমার স্নানের ঘরে
মুখোশ উদোম নগ্নতা নিজের আয়নায়।
এইভাবেও  ফিরে আসা যায়
প্রতি রাত্রে বৃষ্টি আসে ,সাথে তুমুল ঝড়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...