Tuesday, November 5, 2019

হঠাৎ দেখা


হঠাৎ দেখা
.... ঋষি

হতে পারে চলন্ত বাস ,হতে পারে একলা দাঁড়ানো স্টেশন
হতেই পারে আমাদের  হঠাৎ দেখাটা মুখোমুখি রাস্তায় ।
সময় কেমন হয় ,সময়ের রং কেমন
পাখির ঠোঁটে তৈরী আমাদের বাড়িটা কেমন আছে ,
এই সব আজ অবান্তর।

প্রশ্ন থাকে
হঠাৎ ছুঁয়ে যাওয়া অন্য হাওয়া মাঝ রাস্তায়।
মনখারাপ
একলা বিছানায় অন্ধকার হাতড়ে কেঁদে ফেরে মন তোমার কাছে।
তোমার লুকোনো দেরাজ ,তোমার অজস্র স্পর্শ
ছুঁয়ে যায় মনখারাপ।
তুমি কি ফেলে গেছো ,কি ফেলা রয়েছে আমরা একলা বাঁচায়
পুরোনো সেন্টের  সিসি ,স্টোরেজে সরানো ভালো লাগা
বেঁচে আছি ,
কারণ আজও আমাদের মাঝে মন কষাকষি 
নাকি সেগুলো আজ হঠাৎ খুঁজে পাওয়া আমাদের ভুল।

সপ্তাহ ,দিন ,মাস
 আধ পাকা চুল ,একলা রোদ্দুর ,অন্য শহর।
ওষুধের স্ট্রিপ ,না ঘুমোনো রোগ
একলা বাথরুম ,গড়িয়ে নামা  তুমি নোনতা  স্বেদ।
 অন্ধকার ঘুমিয়ে পরে জ্যোৎস্ন্যা মাখা স্মৃতির দেওয়ালে
আমাদের ছবি ,হাসছে।

এই সব কথা বলবো আমি আমাদের হঠাৎ দেখায়
নাকি একে অপরকে পেরিয়ে চলে যাবো বহুদূরে।
যেমন আছি আজ ,যেমন থাকবো কালও
তবু একটা অন্য হাওয়া ছুঁয়ে যাবে ঠিক আমাদের বারান্দায়
যেখানে আজও পাখির ঠোঁটে স্বপ্ন লেগে ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...