Thursday, November 28, 2019

গোলাপী গল্প


গোলাপী গল্প
.... ঋষি

একখানা সাদা ক্যানভাস
এক ফোটা গোলাপী গল্প ছড়িয়ে পড়ছে পুরো ক্যানভাসে।
মনের তরঙ্গ রেখা ধরে হাঁটতে হাঁটতে
অজানা সেতুতে।

হৃদয় পাখি হয়ে গেলে খাঁচা খুলে উড়ে যায়
পরে থাকে বুকের পাঁজরা ,মাংস ,রক্ত ,নাড়িভুড়ি আর অন্য হৃদয়
হৃদয় মানে তো ধুকপুক।
সাঁওতালি সেই নারী
টেরিয়ে দেখা তোমাকে বোধহয় পাঁচ ফুটের কাছাকাছি
সরু ঠোঁট
চোখের অন্ধকারে তোমার শ্যাওলা রং ,
আটপৌরে শাড়ি।
ইচ্ছে করে একবার তোমাকে প্রশ্ন করি
তুমি কতটা বিশাল
সত্যি কি আকাশের মতো।

প্রতিটা বিচ্ছেদ শরীরের উপর একটা শোক রেখে যায়
কিন্তু মনের উপর অন্য শোক
ঘর হারাবার।
প্রতিটা বিচ্ছেদের পর মানুষ বেড়িয়ে পরে একলা পথে গভীর জঙ্গলে
খালি পায়ে ,
খালি বাউন্ডুলে চোখে দূরে চক্রাবলের সূর্য ডোবার পালা
হালকা গোলাপি আকাশ।
সেই শ্যাওতালি মেয়েটি আনমনে হেসে ওঠে
একটু সবুজ ,একটু বাঁচার অক্সিজেন
তারপর হঠাৎ দেখা হয়ে যায়
বাঁচার সাথে। 

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...