Wednesday, November 6, 2019

দরজা



দরজা
.... ঋষি

প্রত্যেক মানুষের ভিতর একটা দরজা আছে
দরজাটা সাধারণত বন্ধ থাকে ,হঠাৎ খুলে যায় দমকা হাওয়ায় ,
তারপর কে যেন,কারা যেন  হেঁটে ঢুকে যায়
আর তারপর থেকে দরজাটা খোলাই থাকে হাত করে ।
আসা যাওয়ার ওই দরজার রাস্তাটা কখন যেন হাইওয়ে হয়ে যায়
তখন ওই পথেঅজস্র সাদা ,কালো ,মোটা ,ভালো সময় আসে  যায়।

এই ভাবে বহুযুগ
এই ভাবে একদিন রাস্তাটা ভাঙতে থাকে ,আসা যাওয়া কমতে থাকে ,
অনেকটা ভুতুড়ে বাড়ির মতো তখন ওই রাস্তাটা  রাস্তাটা। 
তখন সেখানে কিছু আত্মা ঘোরে
শৈশব
যৌবন
বর্তমান
ঘোরে অজস্র না পাওয়া আর হাহাকার।

আসলে মানুষ নামক জীবটা আলো খোঁজে
তাই বোধহয় অন্ধকার আছে আজও নিশ্চিন্তে প্রতিটা মানুষের মনে ।
তাই বোধহয় অন্ধকার মানুষের মনে দমবন্ধ একটা কুঠরি ওই দরজার ভিতর
যেখানে শুধু মানুষ হাতড়াতে থাকে নিজের  না পাওয়াগুলো ।
মানুষ কাঁদে সেখান নিজে পাওয়াগুলো ভুলে 
আর  ক্রমশ এগিয়ে চলে মৃত্যুর দিকে ওই অন্ধকারে।
খুব কম আছে যারা ওই দরজার বাইরে আলোর খোঁজে
খুব কম একই রাস্তায় হেঁটে বেঁচে থাকে নিজের কাছে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...