Sunday, November 17, 2019

দুটো মানুষ



দুটো মানুষ
......... ঋষি

দুটো মানুষ হেঁটে চলেছে বহুদিন পাশাপাশি
কখন যেন ক্লান্তি এসেছে তাদের মাঝে ,ঘুমিয়ে পড়েছে  ওরা।
হাঁটছে ওরা
ওদের পা নেই ,নেই পথ
আর পদচিন্হ।
.
কোথাও হয়তো ভুল ছিল
কোথাও হয়তো বিষাক্ত হাওয়াতে উড়ে এসেছিল কাগজের এরোপ্লেন।
স্বপ্ন দেখছিল মানুষ দুটো
আকাশ জোড়া স্বপ্ন
কিন্তু তারা ভুলে গেছে তাদের পদচিন্হ কোথাও নেই,ছিল না কোনোদিন
সাদা কাগজে আলতা লাগানো পা ,
শুধু দেওয়ালে টাঙানো স্মৃতি হয়ে থাকে সর্বদা।
তারা ভুলে গেছিল  মানুষের কান্না ছাড়া সময়ের বৃষ্টি নামে না
নদী ,নালা ,সমুদ্র সব শুকিয়ে যায়
তৃষ্ণা শব্দটার জন্মাবার জন্য চোখের জল ও আছে ।
.
সময়
নিজেই একটা বিশাল বড় প্রহসন ,একটা গোলক ধাঁধা।
দুটো মানুষ
অনেকটা নিঃশ্বাস হয়ে বিশ্বাসে জড়িয়ে পড়েছিল
যেমন ভালোবাসায় হয়,
হঠাৎ জনশুন্য সময়, ঠিক একলা দাঁড়ানো নেমেসিস্।
দুটো মানুষ হাঁটতে চেয়েছিল এই শহরের প্রতিটা অলিতে গলিতে
দুটো মানুষ আকাশের গায়ে লিখতে চেয়েছিল সম্পর্ক।
কিন্তু তারা হাঁটতে পারে নি
শুধু তাদের বাড়ির সামনে দিয়ে গেলে আজকাল শোনা যায়
বাসন ছোড়াছুড়ি ,বিষাক্ত গালাগাল
আমি হাসি
বুঝতে পারি দুটো মানুষ অনেকদিন মরে  গেছে
তবুও একসাথে আছে ।   

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...