Friday, November 29, 2019

প্রিয়াঙ্কা চোপড়া তো নয়


প্রিয়াঙ্কা চোপড়া তো নয়
.... ঋষি

কে প্রিয়াঙ্কা ?
আরে প্রিয়াঙ্কা চোপড়া তো নয়  ,ধুর ছাড়ুন তো ,
আপনার বাড়িতে আগুন লাগে নি।
সুতরাং পিঠ ফিরে  শুয়ে পড়ুন
কি করবেন আপনি ,আপনি অসহায়
এই রাষ্ট্র ,এই সমাজ ,সর্বোপরি সময় সব মেনে নিতে হয়
সত্যি বলতে নেই,
সুতরাং পিঠ ফিরে শুয়ে পড়ুন।

একবার সত্যি বলুন তো
আপনি কি কখনো পথ চলতি প্রিয়াঙ্কাকে এই চোখে ,
বুঝলেন না শরীর হিসেবে দেখেন নি।
ওহ আপনি সাধু পুরুষ
আপনার যৌনাঙ্গ শুধু আপনার সংসার  ধর্মে লিপ্ত।
কি বলছেন মশাই আমতা আমতা করে
আরে ব্রায়ের স্ট্র্যাপ দেখা যাচ্ছিল , আরে অমন করে ঝুঁকলে বুকের  ফাঁক
দরজা ঠিক করে বন্ধ করে নি তাই আর কি উরুর ....
বুঝলাম
আচ্ছা আপনার মা হলে ,বোন হলে ,স্ত্রী হলে কিংবা মেয়ে
ভাবুন তো
কি বললেন একদম বাজে কথা না ,
আচ্ছা চলুন তবে
প্রত্যেকটা মাগিকে ধরে ধরে এমন করে পুড়িয়ে মারি।

মাগি তো বটেই
যে দেশে মেয়েরা খুব সহজে সমাজে মাগি কিংবা মেয়েমানুষ।
যেখানে পথ চলতি রোজ শুনতে হয়
মেয়েমানুষ এমন করে হাঁটে ,এমন জামা পরে কিংবা ভিড় বাসে ওঠে
তাদের কে আর কি করা যেতে পারে।
আরে মাগি না হলে
রোজ শুনতে হয় অমন করে কথা বলতে নেই ,গাছে চড়তে নেই
চুলে তেল দিতে হয় ,রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় ,
অচেনা লেখার সাথে কথা বলতে নেই
সেখানে আর কি করা যেতে পারে অবলাদের ধর্ষণ ছাড়া।

কি আগুন জ্বলছে ?
ধুর বাবা আমার কি ,আমার তো সাত বছরের ছেলে।
কি চামড়া পুড়েছে
ধুর বাবা আমার কি আমি পিঠ ফিরে শুই।
চারজন মিলে একটা শিক্ষিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে দিলো
আরে প্রিয়াঙ্কা চোপড়া তো নয় হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা যে ,
যদি আপনার মা হতো কিংবা মেয়ে ?
শালাদের ন্যাংটো করে কেটে দিতাম না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...