ক্রমশ হত্যা
... ঋষি
ক্রমশ হত্যা
একের পর এক ধ্বংসের বাতাসে ক্যাকটাস ফলছে ,
এই সভ্যতায় পুরুষ রাখবে না।
অদ্ভুত তাচ্ছিল্য ওই দৃষ্টিতে
বুকের উড়তে থাকা সিফনের শাড়ির ফাঁকে তসলিমা দাঁড়িয়ে
বুনে চলেছে পুরুষ বিদ্বেষ।
কিছুটা নিজের কথা
কিছুটা কানে শোনা
পুরুষ মানে কুকুরে লেজ ,শালারা দাঁড়িয়ে অপেক্ষায় হারেমের দরজায়
অথচ লুকিয়ে।
পুরুষ মানে তথাকোচিত সমাজ
যেখানে তোমাদের দুই উরুর ফাঁকে আস্ত মাথা যায় ঢুকে ,
খুব সস্তা কোনো নোংরা মর্দমার জীব।
দূর কোথাও পাগলাঘন্টিতে বেজে ওঠে সাইরেন
বয়স চল্লিশ ছুঁলেই বুকের আয়না কেঁপে ওঠে ,
ঝুলে যাওয়া বুকে হাত বুলিয়ে
স্বপ্ন খোঁজে অসংখ্য মন্তাজ।
তোমারও তো ভয় করে ফুরিয়ে যাওয়ার
নীলাকাশ থেকে ঝরে যায় সাবেক সানাই স্মৃতি,
উপাসনালয় জুড়ে মরশুমী ফুল,
পুরুষ নামক ভুল
পুরুষ মানেই ভুল
পুরুষ মানে
যার পায়ের পাতায় দাঁড়িয়ে তুমি ঠোঁটে ঠোঁট ছোঁয়াও।
No comments:
Post a Comment