Wednesday, November 13, 2019

ডিপ্রেশন

ডিপ্রেশন
... ঋষি

দেড় দিন এক  ঘন্টা বাইশ মিনিট বাইশ সেকেন্ডের জন্য
পৃথিবীটা থেমে যাক ,
ভাবছি একটু সময় লিখবো
মানুষের অনুশোচনার ,পৃথিবীর শেষ দিনের ,অন্য পৃথিবীতে
একটা ডিপ্রেশনে ভুগতে থাকা পৃথিবীর সময়।

আসলে পৃথিবী না থামলে
মুহূর্তের পরিবর্তনগুলো ঠিকঠাক লিখে ওঠা যাবে না ,
আসলে সময়কে লিখতে গেলে
ঘড়ির কাঁটাকে থামানো বড় দরকার।

খুব সাধারণ সময়
প্র
তি
দি

মানুষের ,
দাঁতে দাঁত চেপে হিংসার মিথ্যে লড়াইয়ের
মিথ্যে হারজিত আর ক্ষয়, 
মুখে সাজানো ভদ্রতা আসলে সরলতা নয়।
অদ্ভুত প্রেম ,সম্পর্ক শহর জুড়ে বিশাল বিশাল বাড়ি
গোপনে বেড়ে চলা সময়ের সাথে সম্পর্কের আড়ি।
মৃত্যু বুকে লিখে চলা মানুষ নামক ঈশ্বর
নিজের ফ্রেমে নিজেই বন্দী
ঈশ্বরের ভেক
সময় জাতিস্মর ।

দেড় দিন এক  ঘন্টা বাইশ মিনিট বাইশ সেকেন্ড
আসলে কিছুটা সময় মানুষের।
গল্পগুলো চেনা
শুধু পর্দা বদলায় ,বদলায় অভিনেতা ,বদলায় কারণ
তবু মানুষকে একা থাকতে হয়
বন্দী পৃথিবীতে
বন্দী একা। 

1 comment:

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...