ক্রাশ
.... ঋষি
মেয়েটা আরেকটু পজেটিভ প্রেম পেলো
সত্যানেশীর দিকে তাকিয়ে।
আসলে মনে হয় মেয়েদের প্রেম পেলে মেয়েরা ছড়িয়ে যায়
অনেকটা ফাগুনের রঙের মতো।
সত্যানেশীর বা গালে কাটা দাগ ,একটু গভীর দৃষ্টি
মেয়েটা পাগল হয়ে চুমু খেত সত্যানেশীর ছবির গায়ে।
বিষাক্ত ক্রাশ
মাংসের গন্ধ আর কুকুরের ঘ্রান যেমন বদ অভ্যাস।
মেয়েটা তাকিয়ে দেখতো সিনেমার পর্দায়
সত্যানেশী যতবার চুমু খেত তার অভিনয়ে প্রেমিকাদের ,
তার গায়ে লোম কাটা দিত।
মেয়েটা প্রেমিকা হতে চেয়েছিল
পড়াশুনায় ভালো ,নাচ গান সব মিলিয়ে একটা মেয়েলি সাধারণ গন্ধ ,
বিয়ে হয়ে গেলো তার বিদেশ বিভুঁই।
মেয়েটা আজও স্বপ্নে সত্যানেশীর কথা ভাবে
এগিয়ে যায় চোখে চোখ রেখে সময়ের সাথে কথা বলে।
ওয়ার্কিং মাদার
তাই প্রচুর কাজ ,মেয়েলি সামাজিক অবহেলা আজ তার অভ্যেসে।
আর স্বভাবে সত্যানেশী
ভালোবাসে মেয়েটা
তাই পথচলতি মেয়েটা সত্যানেশীর মতো মানুষ খুঁজতে থাকে
খঁজতে থাকে কিছু ক্রাশ হঠাৎ পাওয়া ইউটিবের স্কিনে।
মেয়েটা রোজ আরো বেশি করে প্রেমে পরে
এগিয়ে যায় একলা সত্যানেশীর দিকে।
আসলে মনে হয় মেয়েরা ভালোবাসলে ভুলতে পারে না
পারে না গিলতে ,তাই বদহজম এই মেয়েটা।
এইভাবে একদিন বিদেশে হঠাৎ সিনেমার সেটে সত্যানেশী
অবাক হয় মেয়েটা ক্রাশও এতো সাধারণ হয়।
No comments:
Post a Comment