Saturday, July 2, 2016

আকাশের চিঠি

আকাশের চিঠি
............... ঋষি
==================================================
নিজস্ব দ্বীপের মাঝে হৃদয়কে দেখিস
আকাশের চোখে।
আকাশের কাছে প্রশ্ন করিস কোথাই মুক্তি ,কোথাই ঈশ্বর ?
নিজস্ব চুক্তনামার স্বাক্ষরিত সময়ের ভগ্নাংশে
একবার আকাশের দিকে তাকা
মেঘে ঢাকা অনেক্ষন তবুও তো আশ্রয়।

শীত চাদরে উষ্ণতা খুঁজতে ব্যস্তসমস্ত বেলা
তোর দিনকাটে  নৌকার বৈঠা ভেঙে।
নিরুদ্দেশ হওয়া সব অনুভুতি সব সারি দিয়ে দাঁড়িয়ে আকাশের মেঘের পালকে
কোনো অচিন দ্বীপবাসী কিছু ইচ্ছারা সব ঘর ছাড়া।
কেমন আছিস আজকাল ?
ইচ্ছে করে  প্রশ্ন করতে তবু সবটাই  জানি।
কেমন কাটছে সময় আকাশের দিকে তাকিয়ে
মনখারাপ হয় আমি তাও জানি।
শুধু তোর মতো আমি আকাশের তাকিয়ে থাকি
আর জীবন গুনি জীবনের ঋণে।

মাঝে মাঝে চিৎকার করি তুই ঠিক বলিস
ভালো আছি খুব ভালো কবিতার সাথে তোর প্রেমে।
কিন্তু প্রশ্ন থেকে যায় ?
ঠিক কোথায় আকাশের বুকে এক ফালি আমাদের ঠিকানা।
আর পুঞ্জ পুঞ্জ মেঘে আমাদের ইচ্ছাদের কল্পনা
না সবটা লেখা যায় না আকাশের চিঠিতে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...