Saturday, July 16, 2016

ফিরে যাওয়া

ফিরে যাওয়া
.............. ঋষি
==============================================
ফিরতে হবে নিজেকে
নিজের সহজ পোশাকি সম্পর্কও ছেড়ে নিজের ভিতর।
খুঁজে পাওয়া তোকে আজ থেকে সহস্র বছর পরে
মাটি খুঁড়ে পাওয়া আমাদের ফসিল
পাশাপাশি।

সেই দিনটা আমি থেকে  গেলাম তোর কাছে
বরং চৌরাস্তায় দাঁড়িয়ে নিজের হৃদয় দিয়ে বানিয়ে দিলাম সবুজ কুটির
চলন্তিকা একটা বাড়ি তো তোর আমাদের হোক।
যেখানে ফিরে আসা যায়
চৌরাস্তার হাজারো মানুষের পথচলা ,উঁকি মারা
সবকিছু থাকুক পৃথিবীর জল সর্বদা নিচের দিকে গড়ায়।
তবু ফিরে যেতে হবে নিজেকে
খালি পায়ে ,কোনো সংক্রমিত রোগের দিনে আমার হৃদয়ে জ্বর।
তোকে ছুঁয়ে ঠান্ডার বাতিক
তবু বল একসাথে থাকা তো যাবে।

ফিরতে হবে নিজেকে
নিজের কল্পনাবোধকে আরো শক্তিশালী করে।
করে মৌমাছির চাক ভাঙা যন্ত্রনা কামড়ে ধরবে গহির্ত অপরাধে
আর প্রতিটা দুঃখ ,বেদনা ,জ্বালা
সবটাই একসাথে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...