Tuesday, July 12, 2016

সুখের ইশারায়

সুখের  ইশারায়
...................... ঋষি
==============================================
আসা যাওয়া
জীবনের মেঘে ভাসা ইচ্ছাদের আকাশে দেখা।
ঐতো সেই মুহূর্ত
কেউ ভাসে সে যেন হৃদয় দেওয়ালে ছোপ ছোপ কাশফুল।
দক্ষিণ হাওয়া
উথাল পাথাল কোনো স্পর্শ বেয়ে নামা যাযাবরি সুর।

বাজলো তোমার আলোর বেণু
রেডিওর মহালয়ার রেখে যাওয়া জীবিত আলোড়ন।
হাজারো প্রতিবন্ধকতা ,হাজারো জটিল মাকড়সার জালে
নতুন সকাল স্নেহের ধারাতে।

আলো এমন হয়
কাশফুল কুড়ানো শরতের  মেঘে টুকরো টুকরো  ইচ্ছে।
জীবিতের মুখ
আর জিবির স্পন্দনে ভালো লাগা টুকরো স্পর্শ।

আসা যাওয়া
জীবনের মেঘে ফেলা আসা কিংবা চলে যাওয়া শরৎ।
কিছুই থাকে না পরে
শুধু আলোড়ন বুকের খাঁচায় বাঁচতে চাওয়া মুহূর্ত।
পাগল হাওয়া
উড়িয়ে নিয়ে যায় অচেনা প্রান্তরে সুখের ইশারায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...