Tuesday, July 19, 2016

তোর পুতুল

তোর পুতুল
............... ঋষি
===================================================
এমন কিছু প্রশ্নের উত্তর
যেগুলো লেখা ছিল তোর মৃত্যুর পরে।
তোর সেই পুতুলটা জেতার ভিতর তোর জান ছিল
যেটার হাত ভেঙে ,পা ভেঙে ,চুল গুলো ছিঁড়ে একদম নগ্ন করে  দিয়েছিলি।
সেটা ফিরে আসছে
তোর ভিতর ,বাইরে এখন তোর পুতুল।

তুই চলে গেলি
তোর সেই পুতুলটা তোর শোয়ার খাটের তলায় মন খারাপ করে ছিল।
তুই কদিনের জন্য ঘুরতে এলি ছোটবেলাতে
তোর পুতুলটা তোকে বলতে চেয়েছিলো।
তুই বিশ্বাস করিস নি ,তুই ভাবতে চাস নি মৃত্যুর গল্প
আজ কি হলো ?
সেই তোর ভাঙা পুতুল তোর কাছে
ঠিক তোর মতো দেখতে ফিরে এলো।
এখন শুনবি ওর কথা
কি রে ?
এখন ভাববি ঐ পুতুলের মতো একলা হয়ে।


এমন কিছু প্রশ্নের উত্তর
যেগুলো লেখা ছিল তোর জন্মের আগে।
আজ পুতুলটা একলা হয়ে খুঁজছে পোশাকি পরিচয়
পোশাক পত্র ,খিদে ,তৃষ্ণা।
আর  সময় এগিয়ে যাচ্ছে দ্রুতগামি তোর মনের সাথে
তাকিয়ে দেখ তোর পুতুল। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...