Thursday, July 21, 2016

পাগল করবে

পাগল করবে
.............. ঋষি
============================================
পাগল করবে জানি
সম্পর্ক  টপকে  গিয়ে গাছে ফুল ফুটবে আবার।
এই অপেক্ষায়
চিরটাকাল যারা রৌদ্র সেঁকা রুটিতে জীবন যাপন করে।
সেই সাধারণ দাঁড়িয়ে দেখবে
তুমি আমাকে পাগল করবে।

শেষ ছয়বার তুমি যা পারো নি
সেই পাগলামি লেখা থাকা আমার আজীবন কৃতজ্ঞতায়।
এতো কাছাকাছি জেট গতি ছুঁয়ে
তুমি আমাকে আবার একলা করবে প্রতিবারের মতো।
সাধারণ দাঁড়িয়ে দেখবে
হাততালি দেবে জলপ্রপাতের শব্দে রাতে ঘুম নেই আজ বহুদিন।
সম্পর্ক টপকে গিয়ে গাছে গাছে সবুজ শিশির
আর টাটকা কোনো সুবাসে আমার ফিরে আসা
একটা পাগলামি ,
আর তুমি কোনো পাগলের প্রলাপের ধারাপাত।

পাগল করবে জানি
হাজার মেরামতে ভেঙে যাওয়া চারদেওয়াল কখনো বাড়ি হবে না।
শুধু স্বপ্নে
কয়েকশো ভোল্টের আলোর ঝাড়বাতি।
তার তলায় জীবন দাঁড়িয়ে দেখবে জীবনের বেঁচে থাকা
সকলে পাগল বলবে জানি।  .

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...