Thursday, July 14, 2016

এটা কি কবিতা ?

এটা কি কবিতা ?
হা ঈশ্বর কবিকেও দাঁড়িয়ে দেখতে হয় নিয়মের কাঁটা।
কবিকেও হেঁটে যেতে হয় আকাশ থেকে মাটিতে
যেখানে ভাবনারা জঞ্জালের স্থুপ
আর কবি ,,সে তো পাগল দেশের প্রলাপ

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...