Thursday, July 14, 2016

এটা কি কবিতা ?

এটা কি কবিতা ?
হা ঈশ্বর কবিকেও দাঁড়িয়ে দেখতে হয় নিয়মের কাঁটা।
কবিকেও হেঁটে যেতে হয় আকাশ থেকে মাটিতে
যেখানে ভাবনারা জঞ্জালের স্থুপ
আর কবি ,,সে তো পাগল দেশের প্রলাপ

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...