Sunday, July 31, 2016

এমন একটা দেশ

এমন একটা দেশ
................. ঋষি
=======================================================
এমন একটা দেশ এটা
যেখানে মেয়ে কালো হলে পাত্রী ক্যানসেল হয়
যেখানে সন্তান না হলে বিয়ে ভেঙে যায়।

এমন একটা দেশ
যেখানে যৌন  সংক্রমণের বীজ মানুষের  রক্তে
যেখানে বিধান সভায় বসে ন্যাংটো শরীর দেখা হয়।

এমন একটা দেশ
যেখানে সুলভ শৌচাগারে দু ,পাঁচটাকার বিনিময়ে ত্যাগ করা যায়
আবার সেই দু পাঁচ টাকার জন্য মানুষ মারা যায়।

এমন একটা দেশ
যেখানে ফুটপাথে শুয়ে খিদে বিক্রি হয়
সেই বিক্রি কখনো কখনো সুন্দরী জবরদখল নারী শরীর হয়।

এমন একটা দেশ
যেখানে  শিক্ষার নামে  ব্যাভিচার হয়
যেখানে একটা তেরোবছরের শিশু গর্ভবতী হয়।

এমন একটা দেশ যেখানে
যেখানে  বছরান্তে বসন্ত উৎসব ,দুর্গাউৎসব ,মহরম এমন হাজারো উৎসব হয়
আবার  বৃষ্টি ,শীত ,গ্রীষ্ম বহু মানুষ দুর্যোগে মৃত্যু সাজা পায়।

 এমন একটা দেশ
যার ইতিহাস লেখা সোনার অক্ষরে ইতিহাসের পাতায়
অথচ সেই দেশ আজ বিকৃত পশ্চিমী আকাঙ্খায়।

এমন একটা দেশ
যার স্বাধীনতা লেখা হয়েছে বহু মানুষের রক্তে
অথচ তার স্বাধীনতা দিবসে উদযাপিত মদের পার্টি হয়।

এমন একটা দেশ
হ্যা আমি এই দেশের অধিবাসী কোনো মৃত সময়ের রক্ষী
অথচ  আমার মতোই অনেকে এই দেশ বানাবার সাক্ষী। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...