Saturday, July 23, 2016

লোকাল ট্রেন

লোকাল ট্রেন
................. ঋষি
===================================================
সন্ধ্যের ওপাশে কোনো লোকাল ট্রেন
গায়ে থুথু দিয়ে চলে গেলো।
যায় প্রতিবারে ,নিয়ম এটা, নিয়মিত অভ্যাস হয়ে গেছে আজকাল
তবু আসার কোনো শব্দ আমি পাই না।
কেন জানি হুইসেল শব্দটা ফেরত কালীন সাধারণ মনে হয়
অথচ চলে যাওয়াটা কষ্টের।

এইসব স্বাভাবিক দীর্ঘকালীন আলাপন
আরামকেদারায় বসে দুলতে দুলতে এক কাপ চা আর প্রিয় কবির কবিতা
পোষা বিড়ালে গা ঝাড়া দিয়ে ওঠা।
হাসি পায়  ভাবলে জীবন কোথাও বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে
হাত বাড়িয়ে ছুঁতে চায় দূরত্ব।
সে সব না বলা থাকে
ছুটির দিন সকালে ঘুম ভেঙে এক কাপ চায়ের সাথে রবি ঠাকুরের গান
আজি ঝরঝর মুষল বাদল দিনে।
বাইরে তখন তুমুল বৃষ্টি
আমি কান পেতে ট্রেনের চলে যাওয়া  শুনতে  পাই।

সন্ধ্যের ওপাশে কোনো লোকাল ট্রেন
আমাকে স্বাগত জানায় ,আমার বুকের ভিতর কোনো ট্রেন লাইন।
সামনে পরে থাকা মাইলফলকে একটা গোটা জীবন
দৈনন্দিন ট্রেন আসে আবার চলে যায়।
কিন্তু কেন জানি হুইসেল শব্দটা ফেরত কালীন সাধারণ মনে হয়
অথচ চলে যাওয়াটা কষ্টের। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...