Thursday, July 28, 2016

অনেক কিছু বাদ

অনেক কিছু বাদ
.................. ঋষি
================================================
অনেক কিছু বাদ পরে গেলো বুঝলে
আকাশের সূর্য ,তারা  ,জীবন ,প্রেম আরো কত কি।
শুধু কবিতাটা থাক
বাঁচতে তো হবে
সেই প্রকৃতির সবুজ রঙের ইচ্ছার সাথে।

কিন্তু জীবন ছাড়া কবিতা কি করে সম্ভব ?
চলন্তিকা জীবন একটা নদী যার দুকূলে জনপদ অসংখ্য যাপন।
আর কবিতা সে যে নিজেই একটা জীবন
যার উৎস দিয়ে হাজারো ভাবনা ,হাজারো সৃষ্টি আর সৃষ্টির কবিতা।
কিন্তু সূর্য ,তারা এসব যদি না থাকে
তবে বাঁচবে কি করে ?
কি প্রয়োজন বাঁচার অরে নিশ্বাস ছাড়াও চলন্তিকা কবিতা লেখা যায়।
বুঝলে অনেক অনেক যন্ত্রনা দরকার
তুমি বোঝো বা কেন চলন্তিকা কবিতা সৃষ্টি, সৃষ্টির যন্ত্রনা।

অনেক কিছু বাদ  পরে গেলো বুঝলে
নারী ,যোনি ,স্তন  আরো কত জীবিত আবেগ।
অদ্ভুত তো আমাকে তোমার প্রয়োজন নেই ?
কে বললো চলন্তিকা স্পর্শ জরুরী
যেমন তোমার না থাকা। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...